প্রথম আলো মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপন ও কর্মসুচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে কর্মসুচী পালিত হয়।
কর্মসুচীতে উপস্থিত ছিলেন, বন্ধুসভার সভাপতি ও সরকারি মহিলা কলেজের উপাধক্ষ আব্দুল্লাহ আল আমিন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বন্ধসভার যুগ্ন সম্পাদক আশিক রাব্বি, অ্যন্দ্রিয়া সরকার, ফারিয়া, শিমুলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় তিনটি আমড়া গাছের চারা রোপন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। ২০০টি ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। মেহগনি, লেবু, কদবেল, মহানিম, আমড়া গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসুচীতে সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে বৃক্ষরোপন করতে হবে। আমাদের দেশ, আমাদের পরিবেশ, আমাদের সমাজ আমাদের দায়িত্ব তা রক্ষা করা। চলো গড়ি সবুজ দেশ। সড়কের পাশে খালি যায়গায় আমরা চারা গাছ রোপন করে সবুজে ভরে তুলি দেশ।