মেহেরপুর বিআরটিএ অফিসে চালকদের উপচেপড়া ভিড়

নতুন সড়ক আইন পাশ হওয়ার পর থেকে মেহেরপুরে গাড়ি চালকদের মাঝে বিরাজ করছে অজানা আতঙ্ক। এই আতঙ্কে চালকরা ভিড় জমাচ্ছে বিআরটিএ অফিসে।

গাড়ির রেজিট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছে গ্রাহকরা।

হঠাৎ করেই গ্রাহকদের উপচেপড়া ভিড়ে হিমশিম খেতে হচ্ছে বিআরটিএ কতৃপক্ষকে।

কম জনবল নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়ে মেহেরপুর বিআরটিএ অফিস।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেহেরপুর বিআরটিএ অফিসে দীর্ঘ লাইন।

ঐদিন মেহেরপুর বিআরটিএ’র এডি আতিয়ার রহমান না থাকায় অন্য কর্মকর্তদের উপর চাপ ছিল আরও বেশি।

আতিয়ার রহমান না থাকার কারন জানতে চাইলে উচ্চমান সহকারি প্রিতি খাতুন জানান, অফিসে আসার পর উনি অসুস্থ্য হয়ে পড়েন। এজন্য আজ ছুটিতে আছেন।

কিন্তু কয়েকজন গ্রাহক এ প্রসঙ্গে ভিন্ন মতপোষণ করে বলেন, আতিয়ার রহমান ঠিকমত অফিসেই আসেন না।

এছাড়াও আরও কয়েকজন জানান, বিভিন্ন হয়রানির কথা। বেশ কয়েকদিন ধরে বিআরটিএ অফিসে এসে কোন কাজ হচ্ছে না।

আজ না কাল বলে ফিরিয়ে দিচ্ছে বার বার।
এবিষয়ে প্রিতি খাতুন বলেন, আমারদের জনবল অনেক কম সে হিসেবে কাজ করতে একটু দেরি হচ্ছে।

আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মহোদয়কে জানিয়েছি, আশা করছি অল্প কয়েকদিনে মধ্যে পর্যাপ্ত জনবল পাবো। তখন সেবা পেতে সমস্যা হবে না।

-নিজস্ব প্রতিনিধি