
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই স্মরণ’ শীর্ষক আলোচনা সভা ও যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্যের একান্ত সচিব ড. তারিক আজিজ।
প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুস্তাক আলী, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের চেয়ারম্যান খেজমত আলী মালিথ্যা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর বজলুর রহমান, আহত যোদ্ধা খন্দকার মুয়িজ উদ্দীন ও নাজমুল হক।
আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাউছার আলী, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সিনিয়র লেকচারার রফিকুল আলম বকুল, আহত যোদ্ধা হাসনাত জামান, আল মেহেবুব ও ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে আহত যোদ্ধাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
উপাচার্য তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ছিল বৈষম্যহীন একটি রাষ্ট্রের স্বপ্ন। আমাদের লক্ষ্য হওয়া উচিত সকল প্রকার বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।” তিনি শিক্ষার্থীদের সচেতন হয়ে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এবং জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।