মেহেরপুর মহিলা কলেজে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার

মেহেরপুর মহিলা কলেজে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার

মেহেরপুরে আর্থিক ও সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ কর্মসূচির মাধ্যমে নারীদের মাঝে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেনীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে কলেজ ছাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আইএফআইসি ব্যাংক মেহেরপুরে শাখার এ সেমিনারের আয়োজন করে।

আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাদেক উল্লাহ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

সেমিনারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল আলম, লোন অফিসার লিজা খাতুন, ট্রানজেকশন অফিসার ফিরোজ আহমেদ, সোহেলী আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক জেলা সমাজ কল্যান সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রাত্যহিক জীবনে বহুমাত্রিক কার্যক্রমের মধ্যদিয়ে নারীরা সরাসরি ভূমিকা রাখছে দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌছে দিয়েছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা। বিভিন্ন পেশাজীবী নারীরাও যাতে এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ও ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির হতে পারেন সে আহবান জানানো হয়।

সেমিনারে শতাধিক কলেজ ছাত্রী অংশ নেন।