
৬ ডিসেম্বর ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়ে মেহেরপুর থেকে পালিয়ে যায়। মুক্ত হয় মেহেরপুর জেলা।
ঐতিহাসিক এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা কমিটি।
শনিবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি মেহেরপুর জেলা কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমরেড শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হুমায়ুন কবির আরজু।
সভায় বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সভাপতি কমরেড মোশারফ হোসেন, মেহেরপুর-১ আসনের সিপিবির মনোনীত প্রার্থী কমরেড অ্যাডভোকেট মিজানুর রহমান, কমরেড মকলেছুর রহমান এবং উদীচীর সভাপতি সুশীল চক্রবর্তী। সভা পরিচালনা করেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কানন।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হলে সমাজ থেকে সকল অপশক্তিকে দূর করতে হবে এবং প্রগতিশীল শক্তিকে সংগঠিত করে দেশকে এগিয়ে নিতে হবে।
সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি মনোনীত প্রার্থীর পক্ষে জোরদার প্রচারের জন্য জেলার সকল কমরেডদের প্রতি আহ্বান জানানো হয়।


