
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য পদ থেকে দুই সাংবাদিক পদত্যাগ করেছেন। পদত্যাগ নেওয়া সাংবাদিকরা হলেন দৈনিক মাথাভাঙা পত্রিকার মোঃ হামিদুল ইসলাম এবং মেহেরপুর প্রতিদিনের বারাদী প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বাবু।
জানা গেছে, তারা নিজেদের ব্যক্তিগত কারণ উল্লেখ করে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ নিয়েছেন।
দু’জনই নিজেদের ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।
পাশাপাশি, তাদের পদত্যাগ পত্রের একটি অনুলিপি মেহেরপুর প্রতিদিন অফিসে জমা দিয়েছেন।