মেহেরপুর শহরে মামলার স্বাক্ষীকে পেটালেন আসামিরা

মেহেরপুর শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়াতে একটি মামলায় স্বাক্ষী হওয়ায় সেলিম রেজা (৪২) নামের এক কাপড় ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন আসামিরা।

আহত সেলিম রেজা শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ওই পাড়াতে এ মারপিটের ঘটনা ঘটে।

আহত সেলিম রেজা জানান, পুরাতন পোষ্ট অফিসপাড়া এলাকার দরগাটি স্থানীয় সিয়াম, তার দুলাভাই দারিয়াপুর গ্রামের সুমনসহ তাদের লোকজন দখল করে নেই। এই দখলকে কেন্দ্র করে পৌর সভার নারী কাউন্সিলর আল্পনা খাতুনকে মারপিট করে তারা। এই ঘটনায় আল্পনা খাতুন তাদের নামে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং ৫৭৭/১৯। এই মামলায় আমি ৩ নং স্বাক্ষী হওয়ায় তারা আমাকে বিভিন্ন সময়ে হুমকী ধামকী দিয়ে আসছিল। গতরাতে আমি বাড়ি ফিরছিলাম।

এসময় তারা আমাকে রড, জিআই পাইপ দিয়ে হামলা চালায়। স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে আমাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে।

তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে বলে জানান মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন সুমন।