মেহেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কলেজের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে এনআরবিসি ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফরোজ মেহেরুবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক রাশেদ এবং এনআরবিসি ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আশরাফুল হাবিব।