
মেহেরপুর সরকারি কলেজে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং শীর্ষক সেমিনার, ব্যাংকিং বুথ স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে পূবালী ব্যাংক।
আজ মঙ্গলবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো: মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা পুবালী ব্যাংক শাখার ম্যানেজার চন্দ্র শেখর রয়, মেহেরপুর পূবালী ব্যাংকের ম্যানেজার মো: মনসুর আলী।
সেমিনার শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কলেজে ক্যাম্পাসের তিন দিনের অস্থায়ী ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বৃক্ষরোপণে উদ্ভুদ্দ করার জন্য কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।
এছাড়াও বিভিন্ন কর্মসূচীতে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।