মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কমিটির অনুমোদন

মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কালচারাল সেন্টারের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজে ঘোষণা করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম সরদার রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান আব্দুল্লা আল-আমিন ধুমকেতু, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান, প্রভাষক বশির আহমেদ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কালচারাল সেন্টারের সভাপতি হিসেবে ফারহানা কানিজ তথাপি, সহ-সভাপতি হিসেবে হাবিবা খাতুন, সহ-সভাপতি হিসেবে লিমা আক্তার, সাধারণ সম্পাদক হিসেবে সম্রাট জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আনিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিদিওয়ানুল হক মুজাহিদ, নাট্যকলা বিষয়ক সম্পাদক হিসেবে হাদিউজ্জামান হিপু, নৃত্যকলা ও সংগীত বিষয়ক সম্পাদক হিসেবে মাকছুরাতুম লাজ, শিক্ষাও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা ইয়াসমিন জুঁই, সাহিত্য ও আবৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মাইশা ফারজানা ঐশী, দপ্তর সম্পাদক হিসেবে মিমি আফসানা, অর্থ সম্পাদক হিসেবে মোঃ ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ সান, নির্বাহী সদস্য হিসেবে সাজিদুল ইসলাম, সাকিব আল হাসান, মোহাম্মদ টনি আলী, নাফিয়া ইসলাম, ইকরামুল হক প্রমুখ।

এর পর মেহেরপুর সরকারি কলেজ শহীদ মিনারে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে পুষ্প অর্পণ করা হয়।