মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু

মেহেরপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হয়েছে।

আজ সকাল  সাড়ে ১০ টায় কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধূমকেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাইপর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক কাবিল উদ্দিন, সহকারী অধ্যাপক বশির আহাম্মেদ প্রমুখ।

চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।