মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযান

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে মেয়াদবিহীন, মানসম্পন্ন নয়,খাবারের সাথে বিভিন্ন খেলনা, নমুনা টাকার বান্ডেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাংনী উপজেলার গাড়াবড়ীয়া গ্রামের মহিরল এসব পণ্য বিক্রি করছিলেন।
নিরাপদ খাদ আইন ২০১৩ অনুযায়ী এগুলো জব্দ করে জব্দ করে জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।