মেহেরপুর হাসপাতালের তত্বাবধায়কের কোয়ার্টারে চুরির ঘটনায় ২ জন গ্রেফতার

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের কোয়ার্টারে চুরির মামলার ২ আসামি গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

এরা হলেন মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার শাহাদৎ হোসেন শাধুর ছেলে চঞ্চল হোসেন (৩৫) ও ৭ নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মিকাইল হোসেন (২৮)। সদর থানা পুলিশের পৃথক টিম বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এই দুই জনকে গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত এই দুজনকে আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত কোনো এক সময় মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্তরের কোয়ার্টার এলাকায় তত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারের কোয়ার্টারের দরজার হাতল ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এঘটনায় হাসপাতালের এক কর্মচারী বাদী হয়ে অজ্ঞাত চোরের নামে ৩৮০/৪৫৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০. তারিখ ১০/১১/২০২২ ইং।

এদিকে, সদর থানা পুলিশের অপর একটি অভিযানে মোটরসাইকেল চুরির মামলার আসামি সাগর আলী (৪৪ ) কে গ্রেফতার করেছেন। সাগর আলী সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তার নামে মোটরসাইকেল চুরির অভিযোগ ৩৭৯ ধারায় একটি মামলা রয়েছে। মামলা নং ১৪।

গ্রেফতারকৃত সাগর আলীকে আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।