মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির কালো পতাকা নিয়ে অনশন কর্মসূচী
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কালো পতাকা ধারণ করে নিজ নিজ দোকানের সামনে অবস্থান কর্মসূচী পালন করলেন ব্যবসায়ীরা।
মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেটের দোকান উচ্ছেদ ও ব্যবসায়ীদের উপর নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ডাকা তৃতীয় দিনে এ কর্মসূচি পালন করেন তারা।
আজ শনিবার (১১ জুন) সকাল ১১ টার দিকে হোটেল বাজার মোড়ে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা একত্রিত হয়ে কালো পতাকা হাতে অবস্থান ধর্মঘট পালন করেন।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মেহেরপুর পরিবেশক সমিতির সহসভাপতি মফিজুর রহমান।
এসময় তারা মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগন দেন। সঞ্চালনায় ছিলেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ মোমিন।
উল্লেখ্য, গত ০৭ জুন বিনা নোটিশে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে পথে বসায় ২৫ টি ব্যবসায়ীকে।
আদালতে বিচার চলমান থাকা অবস্থায় উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ৫ দিনের কর্মসূচির তৃতীয় দিন সকাল ১১ টায় দোকান বন্ধ করে কলো পতাকা সহ ২৫ মিনিট অবস্থান করে।
মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত পরবর্তি কর্মসূচির মধ্যে রয়েছে ১২ জুন সকাল সাড়ে ১০ টায় কাফনের কাপড় সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ।
১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, এবং ১৪ হরতালের মত কর্মসূচি এবং ১৫ জুন মেহেরপুর পৌর সভার ভোট বর্জন করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।