ঈদের দ্বিতীয় দিনে মেহেরপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশু ও নারীসহ ৪ এবং অন্য দুর্ঘটনায় ৬ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আল আমিন হোসেন(৩৪) ও তার স্ত্রী রাবেয়া খাতুনকে(৩০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তাদের ছেলে আরাফাত হোসেন(১০) ও মেয়ে আরশি খাতুন (৫) মারাত্বক আহত হন।
[caption id="attachment_131309" align="alignleft" width="520"] মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত[/caption]
স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
জানা গেছে, আল আমিন হোসেন তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে মুজিবনগর থেকে ঘুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার তেরাইল ডিগ্রি কলেজের অদূরে নির্মাণাধীন কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খাদে পড়ে সবাই গুরুতর আহত হন। আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে
[caption id="attachment_131311" align="alignright" width="511"] মেহেরপুুরে ঈদের ২য় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত[/caption]
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক স্বামী ও স্ত্রীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এছাড়া তাদের দুই ছেলে মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এছাড়া রাত ১০ টার দিকে একই সড়কের মালশাদহ জোড়া ব্রীজের কাছে অপর একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
এর আগে বিকালের দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আলাদা মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।