ফলোআপ মেহেরপু‌রের বাড়িবাকা থে‌কে মা‌টি কাটার এক্সকা‌ভেটর ও দুটি ট্রাক্টর জব্দ

মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা মাঠে পুকুর কাটার নামে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি ইটভাটায় বিক্রি করা অভিযোগে ভ্রাম‍্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার দুপুরে বাড়িবাকা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সকলে পালিয়ে যায়।

পুকুর কাটার নামে আবাদি জমিতে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন ও মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান বাড়িবাকা মাঠে মধ্যে এই অভিযান পরিচালনা করেন।

এসময় সহকারি কমিশনার ভূমি ইয়ানুর রহমান বলেন, বাংলাদেশের মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন কৃষি জমি থেকে মাটিকাটা, বালু উত্তোলন, বিক্রি করা, বহন করা এবং জমির শ্রেণী পরিবর্তন করা আইনগতভাবে অন্যায়।

এই আইন অমান্য করলে সর্বনিম্ন ৫০ হাজার সর্বোচ্চ ১০ লক্ষ টাকা সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এখানে উপস্থিত হলে এস্কেভেটর ও ট্রাক্টর চালকরা পালিয়ে যায় যেহেতু খননের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে না পাওয়ায় সিদ্দিক মেম্বার এর নিকট এক্সকা‌ভেটর ও দুটি ট্রাক্টর জিম্মায় দেওয়া হয়েছে। আইনের দিক থেকে আমাদের আমাদের অবস্থান খুবই শক্ত। পরবর্তী ব্যবস্থাগুলো আমরা আইনের মাধ্যমে নেব।

উল্লেখ্য গত ৯ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন এ বাড়িবাকাতে ফসলি জমিতে পুকুর খনন শিরোনামে খবর প্রকাশিত হয়।