মে‌হেরপু‌রে জমি দখলের অভিযোগে রোলেক্স গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে‌হেরপু‌রে আদালত অবমাননা করে জমি দখলের প্রতিবাদ ও বিচারের দাবিতে রোলেক্স গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে‌ছে ভুক্ত‌ভোগীরা।

শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়ায় এই সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্ত‌ভোগী আব্দুল মান্নানের পুত্র মোঃ মোবিন উদ্দিন বলেন, মল্লিক পাড়ায় আমাদের নিজস্ব জমি । যার আর এস দাগ নাম্বার ৫০২৯, জমির পরিমাণ ১ একর ৪৭ শতক বর্তমান বাংলা সাল ১৪২৯ ও ইংরেজি ২০২৩ সাল হালনাগাদ পর্যন্ত খাজনা পরিষদ করে ভোগ দখল করে আসছি। আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলঙ্গীর হোসেন নান্নু জোরপূর্বক আইনের তোয়াক্কা না করে আদালতকে অবমাননা করে ভূমিদস্যু স্টাইলে আমাদের ন্যায্য জমি জোরপূর্বক দখল এবং বিক্রয় করার চেষ্টা করে যাচ্ছে। দাদা মরহুম মুনসি মোহর আলী তিনি আমার পিতা সহ সকল অংশীদারদের জমি বন্টন করে দেন। জমি বন্টনের পর সৎ চাচা মৃত সামসুজ্জোহা এবং আমার দাদা ১৫ বছর জীবিত ছিল সেই সময় আমার পিতা সহ অন্য চাচা ও তার শরীরে কেউ এই নিয়ে অভিযোগ আপত্তি করেনি। ন্যায্য তার ভিত্তিতে সকলে যে যার জমি ভোগ দখল করে আসছিল অথচ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলম হোসেন নান্নু ভূমি দস্যুর স্টাইলে আইন আদালতকে অবমাননা করে আমার পিতা-মাতা সহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিয়ে ন্যায্য সম্পত্তি জোরপূর্বক দখল ও বিক্রয়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমি ও আমার পিতা মাতা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে আইন আদালত থানা নিরাপত্তা প্রার্থনা সহ ন্যায্য বিচার প্রার্থনা করি তখন আদালত উভয় পক্ষের অভিযোগ শুনানির পর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে যেতে নিষেধ করে আদেশ দেন। এ সত্ত্বেও থানা ও আদালতকে অবমাননা করে বারবার ন্যায্য জমি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে। ন্যায্য কাগজ যার জমি হবে তার কথা থাকলেও এখন আমার পুরো পরিবার অত্যান্ত আতঙ্কগ্রস্থ জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এবং জমি রক্ষা করতে আদালত ও থানার দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে।