মে‌হেরপু‌রে ভিটা‌মিন ”এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবা‌দিকের সাথে ও‌রি‌য়ে‌ন্টেশন কর্মশালা

জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক‌্যা‌ম্পেইন উদযাপন উপল‌ক্ষে মে‌হেরপু‌রে জেলা পর্যা‌য়ে সাংবা‌দিক‌দের সা‌থে ও‌রি‌য়ে‌ন্টেশন কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়েছে।
আজ বুধবার দুপুর সা‌ড়ে ১২ টায় সি‌ভিল সার্জ‌নের স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত হয়।
সি‌ভিল সার্জন ডা: না‌সির উদ্দী‌নের সভাপ‌তি‌ত্বে কর্মশালায় মূল বক্তব‌্য উপস্থাপনা ক‌রেন মে‌ডিক‌্যাল অ‌ফিসার ফয়সাল হা‌রুন।
সি‌ভিল সার্জন ডা: না‌সির উদ্দীন ব‌লেন, আগামী ৫ জুন থে‌কে ১৯ জুন পর্যন্ত দুই সপ্তাহ ব‌্যাপী এ ক‌্যা‌ম্পেইন চল‌বে।

৬ থে‌কে ১১ মাস বয়সী ৮১৪২ জন শিশু‌কে নীল র‌ঙের ভিটা‌মিন এ ক‌্যাপসুল্ এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ৫৯৭৭২ জন শিশু‌কে লাল র‌ঙের ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

কর্মশালা‌য় সঞ্চালনার দা‌য়িত্ব পালন ক‌রেন ই‌পিআই সুপার আব্দুস সালা‌ম। কর্মশালায় মে‌হেরপুর জেলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি তোজা‌ম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মে‌হেরপুর প্রতি‌দি‌নের সম্পাদক ইয়াদুল মো‌মিন, মে‌হেরপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি ফজলুল হক, সাধারণ সম্পাদক আলা‌মিন হো‌সেনসহ সাংবা‌দিকরা অংশ নেন।