মোদের চাষা – লতিফুল ইসলাম

আমার দেশে কৃষক যারা
ফলায় সোনা ধান
সেই ধানেতে খেয়ে মোদের
বাঁচে জীবন প্রাণ।

কষ্ট করে সোনা ফলায়
রোদ বৃষ্টি ঝড়ে
কষ্ট যত হোকনা তবু
দেশটি তাঁরা গড়ে।

চাষির ছেলে আমরা সবে
দেই না তবু মান
পিছন ফিরে চাইনা মোরা
গাই না কারো গান।

শিক্ষিত যে হয়েছি মোরা
ভুলেছি মোরা মুল
বিপদ যদি আসে মোদের
পাই যে ফিরে কূল।

কোমর মাঝে গামছা বেঁধে
কষ্ট করে চাষি
তাইতো মোরা আজো তাদের
অনেক ভালো বাসি।