মোমিনপুর ছহিউদ্দিন স্মৃতি ফুটবলে ভবানন্দপুর চ্যাম্পিয়ন

গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভবানন্দপুর একাদশ ১-০ গোলে ভালাইপুর শেখ মণি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। মালেক বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন।

খেলায় বিজয়ী দলের মালেক সেরা খেলোয়াড় এবং খাদিমুল সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন। খেলা শেষে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওটিক টেকনো লিমিটেডের সৌজন্যে কৃতি খেলয়াড়দের পুরুষ্কার দেয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে বারাদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস, জেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল মান্নান, মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক রিপন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন। ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, বারাদী খামারের উপ-পরিচালক হাফিজুল ইসলাম, আলু বীজ হিমাগারের উপ- পরিচালক মিনহাজ উদ্দীন আহমেদ চৌধুরী, ওটিক টেকনো লিমিটেড এর ব্যবস্থাপনো পরিচালক ইউসুফ আলী খান, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউ পি স্দস্য আরমান আলী, জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম লিটন।

উল্লেখ্য জন প্রশাসন প্রতি মন্ত্রী ও মেহেরপুর ১- আসনের সংসদ সদস্য অধ্যপক ফরহাদ হোসেন এর পিতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহিউদ্দীন স্মরণে মোমিনপুর ডাইমন্ড ক্লাব এই খেলার আয়োজন করে।

-বারাদী প্রতিনিধি