যা ছুটে যা – অনিক মাযহার

যখন-তখন ইচ্ছেমতো
এদিক এসে ঘুরবিনে,
চাঁদের বুড়ি দেখতে হলে
চোখ পেতে রাখ দুরবিনে।

ঘ্যানোর-ঘ্যানোর চাঁদের কথায়
খুব ধরেছে আজ মাথা,
“জানি আমি চাঁদের কথায়
কেমন তুমি সাজবা তা”?

তাইতো তোমায় নতুন খবর
এলাম দিতে এই দেখো,
দূরে থেকে চাঁদকে দেখার
সময় আমার নেই দেখো।

ঠিক আছে তো, যন্ত্র থেকে-
সরিয়ে তোর অক্ষি নে,
জ্ঞান বিবেকে যা ছুটে যা
পূর্ব-পশ্চিম-দক্ষিণে।