যেসব ভেষজ খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

যেসব ভেষজ খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কোন বিকল্প নেই। সকলেই আজকাল স্বাস্থ্য সম্পর্কে কমবেশি সচেতন। তাই জেনে নেওয়া ভালো রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে এমন তিন ভেষজ উপাদানের কথা:

তুলসি

ঠান্ডাকাশি সারাতে তুলসিপাতার গুণাগুণ আমরা সবাই জানি। এতে রয়েছে জীবানুনাশক গুণাবলি। শুধু ঠান্ডা কাশিই নয় দুশ্চিন্তা, উদ্বেগ, ক্লান্তি ইত্যাদি কমাতেও এর জুড়ি নেই। এতে থাকা অ্যান্টি এক্সিডেন্ট শরীরে জমে থাকা দূষিত পদার্থ দুর করে। তাই রোজ তুলসি খাওয়ার অভ্যাস আপনাকে রাখবে সুস্থ।

আমলকি
চুল ও ত্বকের সৌন্দর্যে আমলকির ব্যবহার তো আমাদের সবার জানা। তবে জানেন কি যকৃত থেকে শুরু করে ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদি অঙ্গ ভালো রাখে আমলকি। এতে থাকা ভিটামিন সি, অ্যামাইনো এসিড, পেকটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি প্রদাহ নির্মূল করে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে।

অশ্বগন্ধা
ব্যথা বেদনা থেকে শুরু করে প্রদাহ নির্মূল করতে অশ্বগন্ধার জুড়ি নেই। রোগ সারিয়ে শরীর সুস্থ করে তুলতে প্রাচীনকাল থেকে এই উপাদানের ব্যবহার হয়ে আসছে।