জোট বেধেছে জনগণে সুখে-দুখে সবার সনে পাশাপাশি থাকবে, ভোটের সময় যোগ্য দেখে লোভের নেশা দূরে রেখে নেতার ছবি আঁকবে।
নীতি দিয়ে সমাজ গড়ে সত্য-ন্যায়ে হৃদয় ভরে প্রতি ভোরেই জাগবে, গরিব মানুষ বন্ধু ভেবে ভালোবেসে বুকে নেবে এমন নেতাই লাগবে।