রংবাহারী – আনিতা

জীবনতো বাহারী রং ঝনা যার ছুটে চলার গতি নিমিত্ত মাত্র।
হয়ত তা বয়ে চলে অনন্ত পথ ধরে।
কখন যে সে কোন পথে প্লাবিত হবে তা হয়তো
ওর নিজেরও অজানা গোলক ধাধা।

তবে উদ্দেশ্যহীন ভাবেই ও বেয়ে চলেছে আপন গতিতে।
কেনও ছুটছে তা অথহীন অজানা?
ও কী তবে এই ভাবে যে!
ওর এই চলমান পথই ওকে মিলিয়ে দিবে মহা সমুদ্রের সীমানায়।

হুম স্বপ্ন টা হয় অবিরাম ছুটে চলার গতিতে,
তবে উদ্দেশ্যহীন জীবটা ও একটা সময়
নিজের উদ্দেশ্যটা পেয়েই যায়?