প্রজাপতির রঙিণ পাখায় রঙের ছড়াছড়ি উদাস বালক আকাশেতে উড়ায় হরেক ঘুড়ি।
লাল, নীল আর সবুজ দেখো করছে সদায় খেলা চারপাশে আজ বসছে যেন নানান রঙের মেলা।
ছেলের দল রং মেখে করছে মাতামাতি রঙিণ দেশে রঙিণ ছোঁয়া চলে দিবা রাতি।