রমজান এলো দ্বারে – ইলিয়াছ হোসেন

আনোয়ারা, চট্টগ্রাম।

রমজান এলো দ্বারে রহমতের বার্তা নিয়ে

রোজা রাখবো সকলে পানাহার ছেড়ে দিয়ে।

নির্ভুল রোজা পালন করতে মজবুত রাখবো ঈমান

তবে সবাই হতে পারবো রবের খাস মেহমান।

আবিষ্ট থাকবো জিকিরে রোজা থাকাকালীন

অন্তরের যতো মলিনতা হয়ে যাবে লীন।

রবের কাছে মার্জনা চাইবো করে মোনাজাত

রব যদি মার্জনা করেন খুলে যাবে বরাত।

নিয়মিত কোরআন পড়ে পুণ্য করবো অর্জন

গুনাহের সমুদয় কর্ম করবো সবাই বর্জন।

দুনিয়া হলো ক্ষণিকের ছেড়ে যেতে হবে

পুণ্য করে ওপার গেলে শান্তি দিবেন রবে।