রাজপথের ভিখারী – পারভীন আকতার

রাস্তার গুটিকয়েক ভিখারী
চোখ দাদানো পাক্কা শিকারী।
হাত বাঁকা স্বভাবের অনুচর,
দেখলেই রাগে মাথা গরগর।

পাঁচশ ভাঙতি তাও আছে,
রসদ জোগাড়ে নাচে কাছে।
কত যে রূপ দেখা যায় রোজ,
বাহানার শেষ নাই ভুঁড়ি ভোজ।

কাজকর্ম দিনমান ক্লান্ত শরীর মন,
সংসারের খাটাখাটুনি থাকে অনুক্ষণ।
পকেট ফুটো বাজারসদাই আনতে,
ভিখারী বুঝে না টাকা নাই কিনতে।

সবখানে দিয়ে যাই হাত ভারী নয়,
সকাল সন্ধ্যা ভিখারী লাখো ছয়।
কত জনকে দেয়া যায় এত অর্থ?
ভিখারীর পূর্ণবাসন সহসা অব্যর্থ।