রাজবাড়ীর জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় আহত

সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম আহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পুথুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সি এ টু ডিসি মোতাহার হোসেন।

জানা গেছে, গত ২৫ শে ফেব্রুয়ারি রাজবাড়ী ও মাগুরা আন্তঃজেলা সীমানাবিরোধ নিষ্পত্তির করতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি মন্ত্রণালয়ে সভায় যোগ দিতে তিনি ঢাকায় যান।

মিটিং শেষে গাড়িতে শনিবার রাজবাড়ী ফিরছিলেন তিনি। পথে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে পৌঁছলে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তার বামপাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত এবং তার গানম্যান পুলিশ সদস্য মো. মোখলেসুর রহমান (২৬) পায়ে আঘাত পান।

তবে গাড়িতে থাকা তার ছেলে ও মেয়ে, চালক জাহেদ আলী খান (৪৭) সুস্থ আছে।

আহত দুজনকে উদ্ধার করে পাশে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বেলা ২টার দিকে জেলা প্রশাসক দিলসাদ বেগমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।