রূপ- মজনু মিয়া

চর্ম রূপে মুগ্ধ হয়ে
হইছে সর্বনাশ
এখন আমার কাঁনতে কাঁনতে
কাটে বারোমাস।

রূপের ঝলক দেখাই আমার
চোখে লাগায় ধা ধা
রূপের আগুন পুড়ছে আমায়
এখন সাজছি গাধা।

রূপের কদর তারাই জানে
রূপে গুণে গুণ যার
নয়ত রূপের চোরা আগুন
পুড়বে হৃদয় মন তার।

রূপ থাকুক গুণের রূপ সেই তো
ভালো জীবন চলায়
গুণ ছাড়া রূপ জীবন নাশে
হাতে টিকেট ধরায়!