রেডিটে পরীক্ষামূলকভাবে ভেরিফিকেশন মার্ক

রেডিটে পরীক্ষামূলকভাবে ভেরিফিকেশন মার্ক

টুইটারের পর ফেসবুক, টাম্বলারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিজেদের ভেরিফিকেশন মার্ক রাখার চেষ্টা করেছে। এবার রেডিটও পরীক্ষামূলকভাবে ভেরিফিকেশন মার্ক দেওয়ার চেষ্টা করছে। লেবেলটা অনেকটা ব্যবহারকারীর নামের পাশে ফ্লেয়ারের মতো। আপাতত এই মার্কটি শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দেওয়া হয়েছে।

রেডিট জানিয়েছে, অফিশিয়াল লেবেলটি শুধু আইফোন ও অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে।

এমনকি অটোমোড নোটিফিকেশনের ক্ষেত্রেও তারা বড় পরিবর্তন এনেছে। রেডিট এখন থেকে মডারেটর বট লাগাবে। এই মডারেটর বট রিপ্লাই বা অন্যকিছু পর্যবেক্ষণ করে দেখবে ব্যবহারকারীরা রেডিটের নিয়ম অনুসরণ করছে কি-না। তবে এটুকুই তাদের বড় পরিবর্তন না।

রেডিট এক্সেসবিলিটি ফিচারেও বড় পরিবর্তন আনছে। রেডিটের এপিআই এর মূল্যবৃদ্ধির প্রতিবাদ ঠেকাতেই নতুন এই ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এক্সেসবিলিটি ফিচারের মাধ্যমে অ্যাপে অনেক পরিবর্তন আনা হবে।

সূত্র: ইত্তেফাক