রেলওয়ে (পশ্চিম) প্রধান প্রকৌশলী হলেন আসাদুল হক মালিতা 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের কৃতিসন্তান ইন্জিনিয়ার আসাদুল হক মালিতা বাংলাদেশ রেলওয়ের রাজশাহী বিভাগীয় (পশ্চিমন্চলের) প্রধান প্রকৌশলী হলেন।

তিনি দামুড়হুদার ধান্যঘরা গ্রামের বিশিষ্ট গুণীজন সমাজসেবক দর্শনা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আব্দুল গফুর এর জ্যেষ্ঠ পুত্র। দৈনিক যায়যায়দিন পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাসমত আলীর মামা।

গত ২২ আগস্ট রেলপথ মন্ত্রলয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপন উপসচিব সেলিমা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হযেছে আসাদুল হক বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) প্রধান প্রকৌশলী নিযুক্ত হলেন।

তিনি ২৪তম বিসিএস এ বাংলাদেশ রেলওয়ে সহকারী ইন্জিনিয়ার হিসাবে চাকুরীতে যোগদান করেন। ইঞ্জিনিয়ার আসাদুল হক বলেন, আমি রেলওয়েতে যোগদান করার পর থেকে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছি।