রেশনের গম গোডাউন থেকে তুলেই বেঁচে দিলেন মেহেরপুর উপজেলা আনসার কর্মকর্তা

মেহেরপুর সদর উপজেলার আনসার ভিডিপি কমান্ডেন্ট ইসরাফিল হোসেন রেশনের গম উত্তোলন করে বেঁচে দিয়েছেন। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে মেহেরপুর শহরের রিপন নামের এক ব্যবসায়ীর কাছে ৭১ বস্তা (৪২৬০ কেজি) গম বিক্রি করেছেন বলে জানা গেছে।

আনসার সদস্যের প্রাপ্ততা অনুযায়ী রেশনের চাল ও গম দেওয়ার কথা। সেটা না করে উপজেলা কমান্ডেন্ট ২২.২৫ টাকা দরে গম গুলো বিক্রি করেছেন।

বিষয়টি স্বিকার করে উপজেলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান, আনসার সদস্যদের রেশনের গম গুলো বিক্রি করে তাদের টাকা দেওয়া হয়। এই ধরনের কাজ আইন বহির্ভূত কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর করবো না।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম জানান, আনসার সদস্যদের রেশনের কোন জিনিস আমাদের কোন কর্মকর্তা বিক্রি করতে পারবে না। যদি এমন হয় তাহলে এটা অপরাধ। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।