রোহানিয়ার পড়াশোনার দায়িত্ব নিলেন ঝিনাইদহের মেয়র

জুয়েল,ঝিনাইদহ

কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের কৃষক পরিবারের সন্তান রোহানিয়া আক্তার(১৯) ময়নসিংহ মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় কৃতকার্য হয়েছে। বাবা রুহুল আমিন একজন হতদরিদ্র কৃষক মা নাসিমা খাতুন একজন গৃহিনী। ৩ বোন ও ১ ভায়ের পরিবারে রোহানিয়া ২য় কন্যা। কুশনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুল বৃত্তি পান, শেরখালী মাধ্যমিক বিদ্যালয় হতে এস এস সি পরিক্ষায় পান জিপিএ ৫। সরকারি কে এম এইচ কলেজ থেকে এইচ এস সি পরিক্ষায় পান জিপিএ ৫। এইচ এস সি পাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে সারা বাংলাদেশের মধ্যে ৮৮০ সিরিয়ালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ করে নেন। দাদির অপারেশন টেবিলে মর্মান্তিক মৃত্যুর গল্প শুনে তিনি ছোটবেলা থেকে ডাক্তার হবার স্বপ্ন দেখেন এবং তা আজ বাস্তবায়নের পথে। বড় বোন রুমা খাতুন যশোর এম এম কলেজ থেকে পড়াশোনা শেষ করে টিউশনি করিয়ে পরিবারের দেকভাল করেন। ঝিনাইদহ জেলা কৃষক লীগের সেক্রেটারি আশরাফুল আলম আজ ঝিনাইদহ পৌরসভায় মেয়র সাইদুল করিম মিন্টু মহদয়ের নিকট রোহানিয়াকে নিয়ে আসেন এবং সকল গল্প শুনে মেয়র সাইদুল করিম মিন্টু মেধাবী শিক্ষার্থী রোহানিয়ার মেডিক্যাল কলেজের ভর্তি ও পড়াশোনার দায়িত্ব নেন সেই সাথে সকল সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন কে কি রাজনীতি করে সেটা আমি দেখি না অসহায় মেধাবী শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির স্থান থেকেই সহযোগিতা করি।