লকডাউনে যেভাবে চলবে শিল্প কারখানা-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিস্থিতিতে সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে এই সময়ে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও শিল্প কারখানা চালু থাকবে।

এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

লকডাউনে কীভাবে শিল্প কারখানা চালু থাকবে এর ব্যাখ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার স্বার্থে দুই থেকে তিন দিনের মধ্যে সরকার সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। লকডাউন চলাকালে জরুরি সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলো এবং শিল্প-কারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটে কারখানায় কাজ করবেন।

এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামীকাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে থাকবে দেশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ছয় হাজার ৮৩০ জন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ছয় হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল, যেটি ছিল সর্বাধিক। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে করোনায় আরও ৫০ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে।

Shares
facebook sharing button