লকডাউন অমান্য করায় কানাডায় মন্ত্রীর পদত্যাগ

লকডাউন অমান্য করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলেন কানাডার ওন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস।

এর জের ধরে পদত্যাগ করেছেন তিনি। প্রদেশটির প্রিমিয়ার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

তবে এ ঘটনার জন্য ক্ষমা চান ফিলিপস এবং বলেন, এ ভ্রমণ ছিল বড় ধরনের ভুল।

প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, তার সরকার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যার ফলে পদত্যাগ করতে হয়েছে ফিলিপসকে।

করোনা সংক্রমণে নতুন রেকর্ড হওয়ায় কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশটির সরকার বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করেছিল।

কিন্তু প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির সদস্য ফিলিপস ব্যক্তিগত সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। ১৩ তারিখ সেন্ট বার্টসে গিয়ে বৃহস্পতিবার ফিরে আসেন।

বড় দিন ও ইংরেজি নববর্ষের ছুটির দিনে ওন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তারা প্রদেশটির বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছিল।