জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেছেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে, তা পরিবার থেকে চাপিয়ে দিলে চলবে না। তাদের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দিতে পারলে তারা আরও বড় কিছু অর্জন করতে পারবে।”
আজ বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহেরপুর জেলার কৃতী সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ আজ থেকেই প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির পূর্বের শোচনীয় অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও নুরুল ইসলাম এবং গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।