শক্তিশালী হলো অস্ট্রেলিয়া

ভারত সিরিজে সমতা ফেরানোর পরেই শক্তি বাড়াল অস্ট্রেলিয়া। বাকি দুই টেস্টের জন্য দলে ঢুকলেন ডেভিড ওয়ার্নার এবং উইল পুকোভস্কি। দলে রাখা হয়েছে শন অ্যাবটকেও। ছেড়ে দেওয়া হয়েছে জো বার্নসকে।

প্রথম টেস্টে খেলা কার্যত নিশ্চিত ছিল পুকোভস্কির। কিন্তু প্রথম অনুশীলন ম্যাচেই চোট পান তিনি। জীবনে নবম কনকাশন চোট তাঁকে প্রথম দুই টেস্ট থেকে ছিটকে দেয়। সব ঠিকঠাক থাকলে অবশেষে সিডনিতে জীবনের প্রথম টেস্ট খেলবেন পুকোভস্কি।

অস্ট্রেলিয়া দল:
টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জোশ হেজেলউড, ট্রাভিস হেড, মোজেস হেনরিকেস, মার্নাস লাবুশানে, নেথান লায়ন, মাইকেল নেসের, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন এবং ম্যাথু ওয়েড।