শরৎ এলে নীল আকাশে মেঘমালা ভাসে, নদীর দুকূল ভরে উঠে শরৎ এর ওই কাশে।
শরৎ এলে আঙ্গিনাতে সাদা শিউলি ফোটে, পদ্ম ফোটার দৃশ্য দেখে মন যেতে চাই ছুটে।
শরৎ এলে গাছগাছালি নব রুপে সাজে, শাপলা, বেলি সুভাষেতে মন বসে না কাজে।