কখনো মেঘলা কখনো একলা, এখনো সাদা কখনো কমলা।
শরতেরই গগনে হয় বে নি আ স হ ক লা, গগন পানে চেয়ে রই এক মুঠো নীল হাতে লই।
শরৎ কালে বিলের ধারে সাদা শাড়ির মেলা, শরতের আকাশে হয় সাত রংয়ের খেলা।