‘শর্ত সাপেক্ষে’ ফেরার ইঙ্গিত ইমাদ ওয়াসিমের

গেল বছরের নভেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে দুই মাস না পেরোতেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই পাক অলরাউন্ডার। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছেন ইমাদ।

সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে ইমাদ বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি জানেন না, কখন আপনাকে দলের প্রয়োজন হবে।’

জাতীয় দলের ফেরার ইঙ্গিত দিলেও সঙ্গে একটি শর্ত জুড়িয়ে দিয়েছেন ইমাদ। তিনি আরও বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। এটা আমাকে দায়িত্ব দেওয়ার বিষয়, একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই, ঠিক সমন্বয় আর ঠিক কৌশলে খেলুক।’

গেল বছরের নভেম্বরে সামজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় অবসরের ঘোষণা দিয়ে ইমাদ বলেছিলেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’

সূত্র: ইত্তেফাক