শরৎ কন্যা শুনছো তুমি ডাকছে কাশের ফুল, তোমার সাথে দুষ্টুগুলো খাবে হাওয়ায় দুল।
তোমার ডাকে স্বচ্ছ আকাশ মেঘ মেয়েরা কয়, তোমায় পেলে তাদের নাকি অনেক ভালো হয়।
শরৎ কন্যা রূপের বন্যা ভীষণ তোমার রূপ, দাও গো সাড়া প্রকৃতি যে ডাকছে তোমায় খুব।