শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনসুর বাবু, উপজেলা আঃ লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,সাধারণ সম্পাদক মাহ্ফুজ’র রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি অফিসার সম্প্রসারণ অফিসার মাসুম আব্দুল্লাহ , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, সমাজসেবা অফিসার গোলাম ছানোয়ার,মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মতিন ,নির্বাচন অফিসার ইসহাক, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, বন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ূব আলী, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল,প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আঃ কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়রত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,উপজেলা আনসার ও জিডিপি’র প্রশিক্ষক আশরাফুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়ালগাছিইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ এনামুল করীম ইনু, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন হোসেন, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দামুড়হুদা উপজেলা কর্তৃক দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে গ্রহণ করা হয়েছে কর্মসূচি। উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে থাকবে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্বরণে শ্রদ্ধা নিবেদন,মিলাদ ও দোয়া মাহাফিলের আযোজনে সীদ্ধান্ত গৃহীত হয়।