শারদ সোহাগী বৃষ্টি- রাফিয়া আক্তার পলি

আঁচলে বেঁধে রোদ ,তাপ শুষে আলো করেছি
ঝড় বৃষ্টি ভেজা গোলাপের নুয়ে পড়া
পাঁপড়ি ছেঁচে সুগন্ধি মাখিয়ে বরণ করেছি আমার স্বপ্ন।

হরষে বিষাদে শারদ প্রভাতে প্রেমের নহর মধুবনে।
তোমাকে ভালোবাসতে বাযসতে প্রেয়সী মোহনা
অতল সমুদ্রের ঢেউ আমাদের নগ্ন পায়ে
বেলাভূমি উত্তাল কাঁধে ঢেউ খেলানো কেশরাশি
আঙুল ছুঁয়েছে আঙুল
রক্তিম ঠোঁটের কোণে এলবাট্রসের তৃষ্ণা।

তুমি স্বপ্ন এনেছ, বুনেছি আমি
আর একটু এগোলেই মেঘ ছোঁব দুজনে
অতঃপর আকাশ
বৃষ্টি হবে বৃষ্টি,
শারদ সোহাগী বৃষ্টি..
আমাদের স্বপ্ন স্পর্শের বৃষ্টি।

মেপ্র/ আরপি