শিউলি-শিহরণ

শিউলি-শিহরণ

শিউলি ফুলের গন্ধ নিতেই
শিউলি কে আজ পড়লো মনে,
এইতো সেদিন আমরা দুজন
খুব খেলেছি আপন মনে!

খুব হেসেছি খুব কেঁদেছি
আলোয় ভরা জোছনা রাতে,
একটা পিঠা ভাগ করেছি
আর খেয়েছি একই সাথে !

মা বকেছে, বাবা-দাদাও
তবু যেতাম চুপটি করে,
ঠোঁট দু’টোকে তর্জনিতে
ছুঁয়ে দিতাম আদর করে!

এইতো সেদিন,খুব বেশি নয়
দু’দুটো যুগ হয়েই গেলো,
হয়নি দেখা তবুও মোদের
হয়নি বলা-শুনছো,হ্যালো!

আজ কবিতায় শিউলিমালা
গেঁথে দিলাম তোমার তরে,
শিউলি তুমি সুখেই থেকো
জোছনা হয়ে আঁধার ঘরে!