শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে মাউশির নির্দেশনা জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে মার্চপাস্ট বা প্যারেড ও শোভাযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ধরনের কর্মসূচি পালন করা হলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। কেননা শোভাযাত্রা বা প্যারেডের মতো কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে প্রতিপালন সম্ভব নয়। তাই করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ নির্দেশনা এলো।

বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন। তিনি যুগান্তরকে বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের কাছে তথ্য আসছে যে শোভাযাত্রার মতো কর্মসূচি আয়োজন করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। আরেক দিকে করোনাভাইরাসের সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। তাই এ ধরনের কর্মসূচি করা যাবে না। মুজিববর্ষ বা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি করা যাবে। কিন্তু তা করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষার্থীদের এসব কর্মসূচিতে আনার সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ আদেশ জারি করা হয়েছে।

অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও শোভাযাত্রার আয়োজন করছে মর্মে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। যা এ মুহূর্তে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ২৯ মার্চ পর্যন্ত ছুটি আছে শিক্ষাপ্রতিষ্ঠানে।