
বিশিষ্ট শিল্পপতি এএলএম জিয়াউল হক গবু ও বিএনপি নেতা আনোয়ারুল হক ওরফে ছোট কালুর মা মনোয়ারা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার ভোর তিনটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি বড়বাজার নিবাসী মরহুম অ্যাডভোকেট সামসুল ইসলামের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৬ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার সময় মেহেরপুরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জানাযা শেষে মেহেরপুর সরকারি কলেজ মোড় সংলগ্ন পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।