শীত সকালে ঘাসের পাতায় ফোঁটা ফোঁটা জল, কিচিরমিচির মিষ্টি সুরে ডাকছে পাখির দল।
শিশির কণা গড়িয়ে পড়ে একটু ছোঁয়া পেলে, ঘাস ফড়িং উড়ে বেড়ায় রঙিন পাখা মেলে।
মিষ্টি মাখা শিশির বৃষ্টি ভেজা ফুলের ঘ্রাণ, শীত সকালে শিশির কণা জুড়ায় মন প্রাণ।