শীঘ্রই আসছে জিপিটি ৫

শীঘ্রই আসছে জিপিটি ৫

মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ আসতে চলেছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে বিজনেস ইনসাইডার নামক পত্রিকাকে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির সিইও জানিয়েছেন, ‘নতুন সংস্করণ আগের তুলনায় আরও ভালো হবে।’

চ্যাটজিপিটিতে এন্টারপ্রাইজ কাস্টমাররাই মূলত এই কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ক্রেতা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি হিউম্যানয়েড রোবট নির্মাণের প্রযুক্তির কাজেও অনেকদূর এগিয়ে গেছে।

এই প্রযুক্তির মাধ্যমে তারা একটি সফটওয়ার নির্মাণ করবে যেখানে রোবোটিক্সের হার্ডওয়ারের সঙ্গেও সমন্বয় করা হবে। এজন্য তারা জেটসন থর নামে একটি কম্পিউটারও বানিয়ে নিয়েছে। আইজ্যাক রোবোটিকস প্রোগ্রামে নতুন আপগ্রেডও উপস্থাপন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস