শীতের পাখি- পিযুষ কান্তি দাস

ঝাঁকেঝাঁকে গাছের শাখে
উড়ছে তারা উড়ছে,
ডানামেলে সকাল-বিকাল
মনের সুখে ঘুরছে।

একটা -দুইটা-তিনটা করে
দাপাদাপি করছে,
ভোরের শিশির ফোঁটায় ফোঁটায়
তাদের ডানায় ঝরছে।

কিচিরমিচির কলরবে
দিচ্ছে ভরে মনটা,
লাখে লাখে আসে তারা
এলে শীতের ক্ষণটা।

বিদেশ হতে আসে তারা
শীতের খবর দিতে,
কেমন করে তোমরা পারো
জানটা তাদের নিতে?

হত্যাকরা শীতের পাখি
কোত্থেকে যে শেখো,
অতিথি যে ওরা সবার
এটা মনে রেখো।

মেপ্র/ আরপি