শীতের বুড়ি গুড়ি সুড়ি চাদর মুড়ি দিয়ে আসলো ওরে সবার ঘরে শীতের কাঁপন নিয়ে।
ফুলের কুঁড়ি করলো চুরি রূপ কুমারীর হাসি দূর্বা ঘাসে তাইতো হাসে মুক্তো রাশি রাশি।
শীতের বুড়ি হীমের ঝুড়ি শুকনো পাতার গানে ঘুম ভাঙানির ধুম চাপালো ফুল পাখিদের প্রাণে।